রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সোহরাবকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। ক্যাস্পাসে মানববন্ধন শেষে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা।
শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
এসময় তারা সোহরাবের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টায় ছাত্রলীগের দুই কর্মী নাহিদ ও আসিফ লাক সোহরাব নামের শিক্ষার্থী রড ও কাঠ দিয়ে বেধড়ক মারপিট করে। এতে তার মাথায় ফেটে যায় এবং বাম হাত ভেঙে যায়।
রক্তাক্ত ও আহত অবস্থায় সোহরাবকে তার বন্ধুরা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার মাথায় ১৫টা সেলাই দেন চিকিৎসকরা। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।