যৌন হয়রানির প্রতিবাদ করায় চাকরিচ্যুত

মিটু আন্দোলনের আদলে প্রাতিষ্ঠানিক যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলন শুরু করায় এক কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। প্রাতিষ্ঠানিক যৌন হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার জেনেকে পারিস নিজেই চাকরি হারানোর কথা জানিয়েছেন।

পারিস অ্যাপলের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন তিনি। তিনি অ্যাপলটু আন্দোলনের একজন সংগঠক ছিলেন। গত সপ্তাহে তাকে বহিষ্কার করা হয়। তবে পারিসকে বরখাস্ত করার ব্যাপারে অবশ্য নির্দিষ্ট করে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।