নাটোরে ৩০৭টি মৃত বাদুর উদ্ধার করেছে পুলিশ। বাদুর শিকার ও নিধন করার অপরাধে অমল বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে ৬মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে মৃত বাদুরগুলি উদ্ধার ও অমল বিশ্বাসকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন আদালত পরিচালনা করে অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অমল বিশ্বাস যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য বিশ্বাসের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অমল বিশ্বাসের সাথে থাকা দুইটি বস্তা ও একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে যে তার বস্তাতে মৃত বাদুর রয়েছে। এই বাদুরগুলো তিনি ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন জানান, ২০১২ সালের বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৪ (খ) ধারা মতে অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।