প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণের মাঝে ব্যাংক ব্যবহারের সুযোগ তৈরি করে দিয়েছে বর্তমান সরকার; রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি উভয় ব্যাংকই এর সুবিধা পাচ্ছে।’
গণভবনে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাণ্ডারে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) কম্বল ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএবির অধীনে ৩৬টি ব্যাংকের অর্থায়নে ২৭ লাখ কম্বল বিতরণ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা যতো বেশি হবে, জনগণের মাঝে ব্যাংক ব্যবহারও ততো বাড়বে; আর এতে উপকৃত হবে ব্যাংক কর্তৃপক্ষ।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশকে এখন আর কেউ করুণার চোখে দেখে না, বরং সম্মানের দৃষ্টিতে দেখে। আর এটা অব্যহত রাখাই সরকারের লক্ষ্য।’
শেখ হাসিনা বলেন, ‘ব্যাংক ব্যবহার করার অভ্যাস মানুষের মাঝে গড়ে তোলা; আমরা সে পদক্ষেপটাও নিয়েছি। যার ফল সরকারি-বেসরকারি সবাই পাচ্ছে। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সামাজিক নিরাপত্তার জন্য কিছু খরচ করার ব্যাপারটা, এতে করাতে বহু মানুষ উপকৃত হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সরকারিভাবে তো আমরা দেই, তারপরও আপনারা যেটা দেন এতে মানুষকে আরো বেশি করে দিতে পারি, মানুষ উপকৃত হয়। দেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা যত ভালো হবে, ব্যাংকের মালিকদের তত বেশি লাভ। কারণ তারা ব্যাংক ব্যবহারও করবে।’