আগামী পহেলা মার্চ যথাযথভাবে জাতীয় বীমা দিবস পালনের জন্য প্রস্তুতি সভা করেছে দেশের প্রথম শ্রেনীর জীবন বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
রোববার কুমিল্লা টাউন হলে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এই সভার আয়োজন করে। জাতীয় বীমা দিবস পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
সভায় কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন।