শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড। অর্থাৎ প্রতি শেয়ার ২ টাকা লভ্যাংশ দেবে কোম্পানিটি।
জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ অর্থবছরের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে বিডি ল্যাম্পসের ৯৩ কোটি ৭০ লাখ ৬০৮ হাজার শেয়াহোল্ডাররা মোট ১ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ২১৬ টাকা লভ্যাংশ পাবেন।
এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে লভ্যাংশ দেওয়া হয়। আজ মঙ্গলবার (১৮অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ১৯৮১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১০ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়া হবে ২ টাকা। বাকি ৩ টাকা ১০ পয়সা কোম্পানরি রিজার্ভ ও অনান্য খাতে খরচ হবে।
এর আগের বছর শেয়াহোল্ডারদের ১ টাকা করে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের বছরও অর্থাৎ ২০১৮-১৯ সালেও ২০ শতাংশ অর্থাৎ ২ টাকা করে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর। ওদিন ডিজিটাল প্ল্যাটফর্মে বেলা সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
মুনাফা বাড়ায় ৩০ জুন ২০২১ সালে এমজেএলের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৫ টাকা ১৬ পয়সা। কোম্পানটির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছি ২৩৩ টাকা ৮০ পয়সা। আজ (মঙ্গলবার) কোম্পানটির শেয়ার কেনা-বেচার কোনো প্রাইস লিমিটে নেই। যে যার ইচ্ছেমত শেয়ারটি কেনা-বেচার আদেশ দিতে পারবেন।