মুগদায় পারিবারিক কলহে স্ত্রী বাসা থেকে রাগ করে চলে যাওয়ায় এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আল আমিন হাওলাদার নামে ওই রিকশাচালক রাজধানীর মান্ডা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর।
মৃতের বোন তানিয়া আক্তার জানান, আমিনের দুটি কন্যাসন্তান আছে। ছেলে সন্তান না হওয়ার স্বামী-স্ত্রী দুজনের মধ্যে প্রায় সময় কলহ লেগে থাকতো। গতকাল রাগ করে ভাবি আনজু বেগম বাসা থেকে চলে যায়। সে কারণে হয়তো অভিমানের সে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মান্ডায় হিরু মিয়া রোডে ভাড়া বাসায় আল আমিন হাওলাদার (২৮) ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে বিকাল পৌনে ৪টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।