পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলন করবে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে কোম্পানীকে শেয়ার বাজারে প্রবেশে মূলধন বৃদ্ধির জন্য সম্প্রতি সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর সাথে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরন্স কোম্পানী লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় সময় উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কোম্পানীর পরিচালক আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু মুসা সিদ্দিকী ও সিএফও সামসুল ইসলাম। সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর পক্ষে প্রতিষ্ঠানটির সিইও ইমাম হোসেন, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিঃ-এর সিইও জনাব আব্দুল খালেক মিয়া ও জিএম শেখ মোসাদেক কবীর উপস্থিত ছিলেন।