নামের কারণে আটকে গেলো দেব-রুক্মিণীর ‌‘পাসওয়ার্ড’

আগামী শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে ভারতের কলকাতা থেকে আমদানি করা চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তবে নামের কারণে সেন্সর বোর্ডে আটকে গেছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির।

কলকাতার বাংলার ‘পাসওয়ার্ড’ ছবিটিতে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী মৈত্র। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

জানা গেছে, গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি ছবির ছাড়পত্র দেওয়া যুক্তিসংগত হবে না।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানান, এটা জটিল কোনও বিষয় নয়। আমদানিকারকের কাছে ছবির নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটি পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।