‘অনুমোদন পেল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স’

জিনান মাহমুদ :

এবার বীমা খাতে নতুন অনুমোদন পেল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন জীবন বিমা ব্যবসার জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের অনুমোদন তুলে দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান কিবরিয়া গোলাম মুহাম্মাদ, ভাইস-প্রেসিডেন্ট মাহফুজুর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, পরিচালক মোহাম্মাদ মঈনউদ্দীন হাসান চৌধুরী এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহ্ জামাল হাওলাদারের হাতে আইডিআরএ‘র চেয়ারম্যান নতুন এ লাইসেন্স তুলে দেন।

২০১৩ সালে কোম্পানিটির অনুমোদনের জন্য আইডিআরএ’তে আবেদন করা হয়। বিমা আইন, ২০১০ এর ধারা ৮ ও ৯ এর বিধান অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধন সনদ দেয়া হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ।

দেশের প্রতিষ্ঠিত ১২ জন উদ্যোক্তা মিলে গঠন করেছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যান্য পরিচালকদের মধ্যে আফতাব আহমেদ, মোহাম্মাদ মঈনউদ্দীন হাসান চৌধুরী, উজিরপুর ফিস পার্ক (রিপ্রেজেন্টেটিভ- এ কে এম মোস্তাফিজুর রহমান), বি এম ইউসুফ আলী, আম্বালা আইটি (রিপ্রেজেন্টেটিভ- আরিফ শিকদার), শহীদ-ই-শিরীন শারমিন, মোস্তফা হেলাল কোবির, মো. নুরুল আজিম রিফাত, মো. জামাল উদ্দিন (রেপ্রেসেন্টিং লিবার্টি লিভিং লিমিটেড) এবং ফৌজিয়া ইয়াসমিন (রেপ্রেসেন্টিং পরিজাত ডেভলপারস লিমিটেড) রয়েছেন।

এ নিয়ে দেশের জীবন বিমা খাতে মোট ৩৪টি কোম্পানি ব্যবসা করার অনুমোদন পেয়েছে।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান শাখা বাংলা মোটরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর নাভানা জহুরা স্কয়ারে (৮ম তলা) স্যুট নম্বর ৭০১ এ অবস্থিত।

নতুন বিমা কোম্পানি অনুমোদনের আগে বাংলাদেশে ৭৯টি বিমা কোম্পানি ছিল। নতুন কোম্পানি অনুমোদনের ফলে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা হলো ৮০টি। এর মধ্যে ৩৪টি জীবন বিমা কোম্পানি এবং ৪৬টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে।

জীবন বিমা কোম্পানির মধ্যে ১টি সরকারি এবং ৩৩টি বেসরকারি এবং সাধারণ বিমা কোম্পানির মধ্যে ১টি সরকারি এবং ৪৫টি বেসরকারি বিমা কোম্পানি রয়েছে।