পানামার আদিবাসী অধ্যুষিত এলাকার একটি গণকবর থেকে একই পরিবারের সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলটি আদিবাসী ধর্মীয় সম্প্রদায় ‘নিউ লাইট অব গড’ নিয়ন্ত্রণ করে। ওই ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ । খবর বিবিসি’র
স্থানীয় সিনিয়র প্রসিকিউটর রাফায়েল বালয়েস জানিয়েছেন, স্থানীয় একটি উপাসনালয়ে কয়েকটি পরিবারকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ১৫ জন বন্দিকে উদ্ধার করেছে পুলিশ। তাছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গর্ভবতী নারীর পিতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে। নিহত সাত জনের মধ্যে এক গর্ভবতী নারী ও তার পাঁচ সন্তান রয়েছেন।
তিনি আরও জানান, নিহতরা ধর্মীয় সম্প্রদায় ‘নিউ লাইট অব গড’র ধর্মীয় রীতির বিরুদ্ধে গিয়েছিলেন। রীতি অনুযায়ী যেটা পাপ। নিহতরা পাপের প্রায়শ্চিত্ত না করায় হত্যা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, মামলার তদন্ত কাজ শুরু হয়েছে।