অগ্রাধিকারভিত্তিতে দ্রুত ঈশ্বরদী বিমানবন্দর চালু করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
শুক্রবার রাতে ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার বিনিয়োগ যাতে আসে সেজন্য অগ্রাধিকারভিত্তিতে দ্রুত ঈশ্বরদী বিমানবন্দর চালু করার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী কৃষক-মজুরের ছেলেরাও ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আজ সেই পরিবেশ তৈরি করেছেন।
এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটনের চেয়ারম্যান আব্দুল হান্নানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।