তাইওয়ানে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বৃহস্পতিবার প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওশিউংয়ের একটি ভবনে আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়, তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। ওই বহুতল ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।