জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থানরত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সোমবার সন্ধ্যা থেকেই ভিসির অপসারণের দাবিতে তার বাসভবনে অবরুদ্ধ করে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা।
অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
তখন থেকেই মূলত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার সংঘর্ষে রূপ নেয়।