চুয়াডাঙ্গার চাকুলিয়া সীমান্তের ভারত অংশে গনি মিয়া নামে (৩০) এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, সীমান্তের ভারত অংশে ওই বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।
মঙ্গলবার ভোর ৫ টার দিকে আহত অবস্থায় তাকে সীমান্ত থেকে উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে মারা যান গনি মিয়া।
এ বিষয়ে বিজিবি জানায়, আমরা ঘটনা শুনেছি। তবে গনি মিয়া কিভাবে মারা গেছেন তা আমরা নিশ্চিত নয়। গনি মিয়া কি বাংলাদেশি বা ভারতীয়দের হাতে নাকি বিএসএফের নির্যাতনে মারা গেছেন তা আমরা নিশ্চিত নয়।