তামশিরুল হক ইরফান, রিপোর্টার :
করোনাভাইরাস নিয়ে গুজব প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) শিক্ষার্থীরা।
এসইইউ আইন ও বিচার বিভাগের ১৭ জন শিক্ষার্থী বাসায় অবস্থান করে প্লাকার্ডে
“stay home save life, সত্য জানুন গুজব এড়িয়ে চলুন” স্লোগান বুকে নিয়ে এক বর্ণিল পোস্টার তৈরি করে। রাতারাতি পোস্টারটি ফেসবুকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়।
প্রতিষ্ঠানটির আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের ‘এ’ সেকশনের শিক্ষার্থীরা এই ব্যতিক্রমী আয়োজন করে। পোষ্টার তৈরীতে অংশগ্রহণ করেন, ফরহাদ হোসেন, জীবন সরকার, মাহতাব ফাহিম ভূইয়া, র্এশ্বয্য সাহা, নিঝুম রহমান, এমদাদ খান প্রিন্স, কাজী জায়েদ রহমান, মৃদুল মোল্লা, শমরিতা সুলতানা তিশা, মামুন, মারুফা আক্তার এশা, প্রিন্স আল ফাহাদ, তানহা রহমান, তাসনিম আজিজ, তৌফিক নেওয়াজ, তোফায়েল আহমেদ ও তামশিরুল হক ইরফান হৃদয়।
এ বিষয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় মুভি এন্ড ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট শারিন সুলতানা টুম্পা বলেন, আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের ’এ’ সেকশনের উদ্যোগটি খুবই প্রশংসনীয়। যা দেশের সাধারণ জনগণকে কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করবেন, এমন আস্থার বানী শুনিয়ে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোস্যাইটির প্রেসিডেন্ট লুৎফুন্নাহার সঞ্চি বলেন, কঠিন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। কোভিড ১৯ প্রতিরোধের জন্য সাধারণ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহনের পাশাপাশি গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের প্রেসিডেন্ট ইয়াসির নাহিন বলেন, করোনা সংক্রামক রুখতে অবশ্যই সবাইকে ঘরে থাকতে হবে, এ ম্যাসেজ ঘরে থেকেই আমরা সবার মাঝে পৌছতে চাই। ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালো রাখুন- এজন্যই এই আয়োজন।
বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট মিজবাহ মিজু বলেন, নিঃসন্দেহে অনেক ভাল একটি উদ্যেগ। করোনা মোকাবেলায় আমাদের জনগণকে সচেতন করে তোলাটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের সচেতনতাবোধ পারে এই করোনা মহামারী রুখতে।
বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অ্যালামনাই জায়েম খান বলেন, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের এই কার্যক্রম, দেশের জন্য সময়ের ইতিবাচক দিক। জাতীর জনকের সোনার বাংলা গড়তে তরুনদের সৃজনশীল কাজের কোন বিকল্প নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত জাতীয় দূর্যোগের সময় এগিয়ে আসা। আর সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে করোনা সংকট মোকাবেলা করা সম্ভব।
প্রতিষ্ঠানটির কালচারাল স্যোসাইটির সভাপতি বিধান চন্দ্র দে বলেন, পোষ্টার তৈরীর মধ্যদিয়ে শিক্ষার্থীরা দেশবাসীকে সচেতন থাকার একটি বার্তা পৌছে দিয়েছেন, যা ধন্যবাদযোগ্য। দেশের এই কঠিন সময়ে ঘরে থাকার কোন বিকল্প নেই।
প্রতিষ্ঠানটির ল’ইয়ার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. আবদুল খালেক শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে এসইইউ’র সকল কর্মকান্ডে নিজেকে পাশে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জাহিদ মোস্তফা বলেন, সারা বিশ্ব একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। লাখো মানুষ একটি ভাইরাসের কারণে মৃত্যুর কাছাকাছি দিন কাটাচ্ছেন। কভিড-১৯ আমাদের বাংলাদেশকেও আক্রান্ত করে তুলছে। কোটি জনগণের সচেতনতাবোধ, দায়িত্বশীল আচরণ, দেশ প্রেমের মধ্যদিয়ে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে। জনগণের কল্যানে ছাত্র-ছাত্রীরা যে কাজটি ঘরে থেকে উপহার দিয়েছেন, এটা একটি ইতিবাচক দিক।