এ মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

চলতি মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। শীতের আগেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর সূত্রে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর বৃহত্তর অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হতে পারে। সেই সঙ্গে এর এলাকাও প্রসারিত হতে পারে।

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৬টায় ঘনিভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক মাহনাজ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।