চলতি ২০২১ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের মুনাফা বেড়েছে। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ৭ শতাংশের বেশি। ব্যাংকটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হয়।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে উত্তরা ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৯ পয়সা বা ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। এদিকে গতকালের পর্ষদ সভায় উত্তরা ব্যাংকের জমি অধিগ্রহণের বিষয়টি অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।