অর্ধশতাব্দী পর প্রথম ইহুদি বিয়ে

৫২ বছর পর প্রথম ইহুদিদের কোনো বিয়ে অনুষ্ঠিত হলো বাহরাইনে।  রাজধানী মানামার বিখ্যাত হোটেল রিটজ কার্লটনে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে দেশটির অর্থোডক্স ইউনিয়ন।

উপসাগরীয় অঞ্চলের ইহুদিদের এসোসিয়েশনের রাব্বি এলি আবাদি বলেন, ইহুদিদের জন্য বিয়ে খুবই আনন্দের বিষয়। কারণ এরমধ্য দিয়ে নতুন ইহুদি পরিবারের জন্ম হয়। এরমধ্যে বাহরাইনে অর্ধশতাব্দী পরে প্রথম ইহুদি বিয়ে অনুষ্ঠিত হয়েছে, যা আরও বেশি আনন্দের।

তিনি আরও বলেন, এই অঞ্চলে এখনো ইহুদি পরিবার বাড়ছে যা আমাদের জন্য আনন্দের বিষয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাহরাইনের সাবেক রাষ্ট্রদূত হুদা নুনো এ বিয়ে নিয়ে টুইট করে উচ্ছ্বাস জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে।

ফলে এ অঞ্চলে আরব ও ইহুদিদের মধ্যেকার হারিয়ে যাওয়া বিশ্বাস আবারো ফিরতে শুরু করেছে। বাহরাইনের ইহুদি সম্প্রদায়ের প্রেসিডেন্ট দাউদ ইব্রাহীম বলেন, আমরা এখন নতুন পথে হাটছি। এই বিয়ে বাহরাইনের ইহুদি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আরও বড় করে বললে সমগ্র মধ্যপ্রাচ্যের ইহুদিদের জন্যেই এটি গুরুত্বপূর্ণ।