দিশা পাটানি মানেই ইন্টারনেটে সদাই বিস্ফোরণ। একটি বিজ্ঞাপণের মধ্যে দিয়ে গ্ল্যামার দুনিয়ায় তার আত্মপ্রকাশ। তারপর অবশ্য বেশিদিন পিছন ফিরে তাকাতে হয়নি।
বলিউডেও এন্ট্রি নিয়েছেন দিশা। আর ইন্সটাগ্রামে ভক্ত সংখ্যাও চমকে যাওয়ার মতন। এ মুহূর্তে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে। তবে সেসব বাদ দিলেও মাঝেমধ্যেই ভক্তদের জন্য কিছু না কিছু উপহার রাখেন তিনি। বিকিনি ছবি তো রয়েইছে।
বিখ্যাত একটি অর্ন্তবাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর দিশা। আর এবার প্যান্টের চেন খুলে তার লাল প্যান্টি সকলকে দেখালেন তিনি। সেই সঙ্গে কালো স্পোর্টস ব্রাতে খাঁজও দেখালেন। ক্যাপশনে লিখলেন- থিম প্যানকেক ও ফ্রেঞ্চটোস্ট।
দিশার এই ছবি আপাতত ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র।