নেপালের জনগণকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের

নেপালের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির সংবিধান দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি অভিনন্দনবার্তা প্রকাশ করে ওয়াশিংটন।

এতে বলা হয়, নেপালি জনগণের স্বচ্ছ ও সংবিধানসম্মত সরকার গঠনের আকাঙ্ক্ষাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এটি গণতান্ত্রিক সমাধানের জন্য অপরিহার্য।

  • সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়, নেপালের জনগণ এমন এক ভবিষ্যৎ প্রাপ্য যেখানে অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ও সবার সমৃদ্ধি নিশ্চিত হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) কমপ্যাক্ট নেপালের পরিবহন ও জ্বালানি অবকাঠামো সম্প্রসারণে সহায়তা করবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-নেপাল অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। পাশাপাশি মার্কিন কোম্পানিগুলোর জন্য ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।

শেষে যুক্তরাষ্ট্র নেপালকে শুভেচ্ছা জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্পর্কিত খবর