রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার পূর্ব উপকূলে দশমিক মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে।

তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ইউএসজিএস জানায়ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলপেট্রোপাভলভস্ককামচাটস্কি থেকে ১১১. কিলোমিটার (৬৯. মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটারগভীরে।

এই ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে বিপজ্জনক ঢেউআছড়ে পড়তে পারে।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে দশমিক মাত্রার একটি ভূমিকম্প। যারপ্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

সম্পর্কিত খবর