নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নিহত সাংবাদিক তরিকুল শিবলি(৪০), যিনি একটি অনলাইন নিউজ পোর্টালের হয়ে দায়িত্ব পালন করছিলেন, ডাকসু নির্বাচন কাভার করার সময় স্ট্রক করেন। পরে তার মৃত্যু হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, “সংবাদপত্র ও সাংবাদিকতা পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। আমরা তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
উল্লেখ্য, ডাকসু নির্বাচন চলাকালীন ক্যাম্পাসে বিভিন্ন সহিংস ঘটনার সময় এই সাংবাদিকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত সাংবাদিকের পরিবারকে সহায়তার পাশাপাশি তার সন্তানদের শিক্ষার জন্য বিশেষ তহবিল গঠনের কথাও বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।