পর্ব-১
সিইও নিয়োগে ব্যর্থ: অগ্রণী ইন্স্যুরেন্সকে দুই লাখ টাকা জরিমানা

মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে ব্যর্থতার দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানীকে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) নন-লাইফ অনুবিভাগের নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সূত্র জানায়, চলতি বছরের পহেলা জানুয়ারী অগ্রণী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ শূন্য হয়। পরে প্রতিষ্ঠানের সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাক আলীকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর কোম্পানী আরো তিন মাসের জন্য পহেলা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করে। কিন্তু এই সময়ের মধ্যে নতুন সিইও নিয়োগ না করে উল্টো তৃতীয় বারের মতো সময় বৃদ্ধির আবেদন জানায় অগ্রনী ইন্স্যুরেন্স।  আইডিআরএ থেকে তাদের এই আবেদন বাতিল করা হয়। একইসঙ্গে  সিইও নিয়োগে ব্যর্থ হওয়ায় বীমা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ।

আইডিআরএ উপ-পরিচালক (নন-লাইফ) মো: সোলায়মান ও আইন অনুবিভাগের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, অগ্রনী ইন্স্যুরেন্স আবারো ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব পালনের সময় বৃদ্ধির জন্য কর্তৃপক্ষর কাছে আবেদন করে। বিষয়টি আইডিআরএর ১৮৮ তম সভায় উপস্থাপন করা হয়। সিইও নিয়োগে ব্যর্থ হলে সভা থেকে অগ্রনী ইন্স্যুরেন্সকে দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে এখনো জরিমানার চিঠি পায়নি অগ্রনী ইন্স্যুরেন্স- এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা। তারা বলেন, আইডিআরএর চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে মোঃ মোস্তাক আলীকে সরিয়ে নতুন সিইও নিয়োগে কাজ করছে অগ্রনী কর্তৃপক্ষ। ইতোমধ্যে একজনকে সিইও পদে নিয়োগ দিতে আইডিআরএর কাছে কাগজপত্র পাঠানো হয়েছে।

এ বিষয় জানতে সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাক আলীকে ফোন করা হলে, তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন বলে জানান।

বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর নিয়ন্ত্রণ সংস্থা- এমন মন্তব্য করে এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিআরএর এক কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ ৩ মাস বা প্রয়োজনে ৬ মাসের বেশি খালি রাখার সুযোগ নেই। ‘ভারপ্রাপ্ত সিইও’ এ রকম ট্রেন্ড তৈরী হচ্ছে। বীমা খাত বিকাশে এই প্রাক্টিস ক্ষতিকর। বিগত সময়ে সিইও নিয়োগে কোম্পানিগুলো কোনো নিয়মের তোয়াক্কা করেনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আইডিআরএ এ ব্যাপার আরো কঠোর হতে চায়। এভাবে জরিমানা করা হলে সবাই নিয়ম মানতে বাধ্য হবে।

– সিইও নিয়োগ ছাড়াও বেশ কয়েকটি ইস্যুতে আইন লংঘন ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠছে অগ্রনী ইন্স্যুরেন্সের বিরুদ্ধে।  কোন পথে ঝুঁকিপূর্ণ এই বেসরকারী সাধারণ বীমা প্রতিষ্ঠান… থাকবে ধারাবাহিক প্রতিবেদন।

সম্পর্কিত খবর