ম্যানেজারস ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং সোনালী লাইফের

বন্দরনগরী চট্রগ্রামের হোটেল রেডিসন ব্লু মোহনা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দীন ফারুকী টেরিটরির ম্যানেজারস ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং।
সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোঃ ড্যানিয়েল, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন সোনালী লাইফের সিএফও মোহাম্মদ আব্দুল হান্নান এফসিএ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাস গুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম টেরিটোরির সকল ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজারবৃন্দ।
অনুষ্ঠানে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন সোনালী লাইফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল। পরবর্তীতে বক্তারা ২০২৫ সালে সোনালী লাইফের ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও তা বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া গত ১২ বছরে সোনালী লাইফের অর্জন এবং ভবিষ্যত সমস্যাসমূহ ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।