সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইর সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। এর আগে সর্বশেষ কার্যদিবসে সূচক কমলেও লেনদেনের উত্থান দেখা যায়। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে ৫ হাজার ৫৭৮ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ১ হাজার ২২৯ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮৪ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫ কোটি ১৮ লাখ টাকা বেড়েছে। এদিন ১৭ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৪৭৫টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৯০৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দর।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৪২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২৩ কোটি ৪২ হাজার, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২২ কোটি ৭২ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ২১ কোটি ৭৫ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ২১ কোটি ৩৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ৫৯ লাখ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ১৬ কোটি এক লাখ, আফতাব অটোমোইলস লিমিটেডের ১৫ কোটি ৮৩ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৫ কোটি ২৬ লাখ এবং আইটি কনসালট্যান্টস লিমিটেডের ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৯ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এডিএন টেলিকম লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৩ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯ দশমিক ৭০ শতাংশ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৬ দশমিক ৮১ শতাংশ, শাশা ডেনিমস লিমিটেডের ৬ দশমিক ১১ শতাংশ, নাভানা সিএনজি লিমিটেডের ৬ দশমিক ০৯ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৫ দশমিক ৯০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ০১ শতাংশ এবং ই-জেনারেশন লিমিটেডের ৪ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯৭ দশমিক ২৭ পয়েন্ট বা ১ শতাংশ কমে ৯ হাজার ৬২২ দশমিক ২০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ শতাংশ কমে ১৫ হাজার ৯৮০ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দর। সিএসইতে মোট ২৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৫ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে আজ সিএসইতে ১০ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এন এস