যক্ষ্মা প্রতিরোধে স্বাক্ষর

যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রম আরো শক্তিশালী করতে আইসিডিডিআর,বির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রম আরো শক্তিশালী করতে আইসিডিডিআর,বির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে গতকাল ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ ও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ তাদের
প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
এই এমওইউর আওতায় এক বছরের জন্য আইসিডিডিআর,বির সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারকে যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসাসেবায় আর্থিক সহায়তা দেবে প্রাইম ব্যাংক।
এ সহযোগিতার মাধ্যমে জনস্বাস্থ্য, শিক্ষা ও কমিউনিটির কল্যাণে ব্যাংকটির অঙ্গীকার আরো জোরদার হবে।