মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চাঁদপুর জেলার কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার লাকসাম উপজেলার মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় গ্যাস সরবরাহ লাইনের একটি প্লান্টে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।

এসময় চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে গ্রাহকদের আগাম সতর্ক করতে স্থানীয় বিতরণ কার্যালয়গুলোর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল।

সম্পর্কিত খবর