বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে ।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) জুলাই বৈঠকের কার্যবিবরণী এবং জ্যাকসন হোল সম্মেলনের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব জায়গা থেকে সুদহার কমার ইঙ্গিত পাওয়ার প্রত্যাশা করছেন তারা।

এ কারণে গতকাল স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে এর আগে দিনব্যাপী লেনদেনের এক পর্যায়ে পণ্যটির দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পোঁছেছিল।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩২১ ডলার ৩৩ সেন্টে, যা ১ আগস্টের পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম স্থির হয়েছে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬৪ ডলার ২০ সেন্টে।

বিনিয়োগ ও ট্রেডিং প্লাটফর্ম নিমো.মানির প্রধান বাজার বিশ্লেষক হ্যান ট্যান বলেন, ‘ফেডের সুদহার কমানোর প্রক্রিয়া পুনরায় শুরু না করা পর্যন্ত স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করবে। এছাড়া ডলারের বিনিময় হার শক্তিশালী অবস্থানও স্বর্ণের দাম বাড়তে বাধা দিচ্ছে।’

ফেডের জুলাই বৈঠকের কার্যবিবরণী থেকে কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরো ধারণা পাওয়া যেতে পারে। ট্যান আরো বলেন, ‘যদি ফেডের আগের নীতিনির্ধারণী বৈঠকে ভিন্নমত পোষণকারী সদস্যদের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলে জ্যাকসন হোল সম্মেলনের আগেই স্বর্ণের দাম কিছুটা বাড়তে পারে।’

সম্পর্কিত খবর