থেমে থেমে বৃষ্টি ঢাকায় ভোগান্তিতে নগরবাসী

ভোর থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে করে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবার অনেক সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এ ছাড়া কোনো কোনো সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে।
সকাল থেকে এমন বৃষ্টিতে বিপাকে পড়তে হয়েছে অফিসগামীদের।
আজ সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা বৃষ্টিতে রাস্তাজুড়ে যানবাহনের গতি অনেকটা থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামী মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায়।
কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে। বিশেষ করে বনানী মোড় থেকে শুরু করে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রাইভেটকার ও বাস। হালকা বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরো বেড়ে যাচ্ছে।
জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও ফার্মগেট এলাকায়ও দেখা গেছে এমন দৃশ্যের। এসব এলাকায় রাস্তায় পানি না জমলেও বৃষ্টির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। ফলে সড়কে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। সিগন্যালের মোড়ে মোড়ে যানজট আরো প্রকট হয়ে উঠেছে।
এদিকে দুপুর পর্যন্ত ঢাকায় এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকয় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।