জাকসু নির্বাচনের ফলাফল ঘোষনা আজ সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা আজ (১৩ সেপ্টেম্বর) বিকালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
প্রয়োজনীয় প্রস্তুতি শেষে সন্ধ্যা ৭টার মধ্যে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, যারা ভোট বর্জন করেছেন সেখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কেউ চাইলে অংশ নেবেন, কেউ চাইলে বর্জন করবেন—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ফর্মাল পদত্যাগপত্র জমা পড়েনি। তাই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্যও নেই।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, লাভ-লোকসান দেখে নয়, আমরা জাকসুর বিধি অনুযায়ী গণনার কাজ করছি।
আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৯টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ হল এবং ২১ নং ছাত্র হলের ভোট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫টি পদের মধ্যে জিএস ও এজিএসসহ ২১টি পদে শিবির-সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছে। ভিপি (সহ-সভাপতি) পদে।