আলমগীর ইস্যুতে আইডিআরএর প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি:
অর্থনীতি বিষয়ক জাতীয় অনলাইন নিউজ পোর্টাল অর্থবাংলায় ১৮ আগস্ট “ইডরা শতভাগ দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানঃ আলমগীর চৌধুরী” শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ জানায়, সংবাদটি আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর চৌধুরী অর্থবাংলাকম- এর হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্যের প্রেক্ষিতে প্রকাশ করা হয়েছে। আলমগীর চৌধুরীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইডিআরএ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখান করছে। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন।
এ ধরণের ভিত্তিহীন সংবাদ প্রচার ইন্স্যুরেন্স সেক্টরের উপর জনআস্থার জন্য ক্ষতিকর উল্লেখ্য করে আইডিআরএ আরো জানায়, “সনদ জালিয়াতির কারণে জনাব চৌধুরীর নিয়োগ প্রস্তাব না- মঞ্জুর করার সিদ্ধান্ত গ্রহণ করে আইডিআরএ। এর ফলে তিনি বিক্ষুব্ধ হতে পারেন। এরূপ একজন ব্যক্তির দাবী কোন প্রকার তথ্য উপাত্ত বা যাচাই-বাছাই ছাড়া এবং আইডিআরএ’র কোন মন্তব্য ছাড়া একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশ রীতিনীতি বহির্ভূত ও জন স্বার্থের পরিপন্থী।”
একইসঙ্গে আলমগীর চৌধুরীর কাছে আইডিআরএর কর্মকর্তা/কর্মচারীদের অসদাচরণের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তাহলে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
৪ সেপ্টেম্বর অর্থবাংলায় পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন আইডিআরএর পরিচালক (প্রশাসন) ও উপসচিব আহম্মদ এহসান উল হান্নান। এছাড়াও এই সংবাদ বিজ্ঞপ্তি অর্থবাংলার হোমপেজে দৃশ্যমান আকারে প্রচারের অনুরোধ জানায় আইডিআরএ।