আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে রুপা

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,

আজ (১৭ সেপ্টেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্য।

১৬ সেপ্টেম্বর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রুপার দাম ভরিতে ৬৬৫ টাকা বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেটের রুপার নতুন মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরি ৩,৪৭৬ টাকা।

অন্যান্য ক্যারেট অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে:

• ২১ ক্যারেট : প্রতি ভরি ৩,৩১৩ টাকা

• ১৮ ক্যারেট : প্রতি ভরি ২,৮৪৬ টাকা

• সনাতন পদ্ধতির রুপা : প্রতি ভরি ২,১৩৫ টাকা

বাজুস জানিয়েছে, উপরোক্ত মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

সম্পর্কিত খবর