শরীরে নামমাত্র পোশাক, কাঁপাচ্ছেন আমির-কন্যা!

 

বলিউডে এখনো পা রাখেননি আমির খানের মেয়ে ইরা খান। কিন্তু বি টাউনে পা না রাখলেও নেটিজেনদের মধ্যে যে তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, তা বেশ স্পষ্ট।
শোনা যাচ্ছে, ভবিষ্যতে পরিচালনার কাজে আসতে পারেন।

বি টাউনে পরিচালনার কাজে আসার আগে নাটকের কাজ শুরু করেছেন ইরা খান।

বর্তমানে একের পর এক ফটোশ্যুট করতে শুরু করেছেন ইরা খান। একেবারে অন্যরকম লুকে ফটোশ্যুট করেন আমির-কন্যা। চিরাচরিত পোশাকের বাইরে একেবারে অন্যরকম লুকে সেই ফটোশ্যুট করেন ইরা খান।

আমির-কন্যার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তবে ভবিষ্যতে মেয়েকে অভিনয় জগতে আনবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি আমির খান। এদিকে মেয়ে ইরা যখন ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, সেই সময় চণ্ডীগড়ে লালসিং চাড্ডার শ্যুটিং শুরু করেছেন আমির খান।

এই সিনেমায় বলিউডের মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কারিনা কাপুর । শ্যুটিং শুরুর পরপরই লালসিং চাড্ডায় কারিনা এবং আমিরের প্রথম লুক প্রকাশ্যেও এসেছে।