‘রিনাকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান’

‘আপনার ননদ রিনাকে মেরে ফেলেছি। লাশ ঘরে আছে। আপনারা গিয়ে নিয়ে যান’-এক স্বজনকে ফোন দিয়ে এভাবেই খবর দেন জাহাঙ্গীর হোসেন ওরফে জাকির। এরপরই পালিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশও বাসার ভেতর গিয়ে পায় রিনা আক্তারের (২৭) নিথর দেহ। বুধবার রাজধানীর জুরাইন এলাকায় ঘটে এই হত্যাকাণ্ড।

পুলিশ বলছে, সকাল ১০টার দিকে জাকির রিনার ভাবিকে ফোন দিয়ে হত্যাকাণ্ডের কথা জানান। এরপর স্বজনেরা ছুটে যান ওই বাসায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। এরপর রিনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পলাতক জাকির পেশায় রিকশা চালক।

কদমতলী থানার উপপরিদর্শক রোমানা নাসরিন ইতি বলেন, রিনার গলায় দাগ রয়েছে। প্রাথমিক আলামতে মনে হয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার স্বামী জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রিনা জাকিরের দ্বিতীয় স্ত্রী। তাদের কোনো সন্তান নেই।