সুনামগঞ্জের তাহিরপুরে মানসিক প্রতিবন্ধী মেয়ের কোদালের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটনাটি ঘটে। গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় গুলজাহান বেগম (৫৫) নামে ওই নারীর মৃত্যু হয়।
জানা যায়, আমতৈল গ্রামের আক্তার মিয়ার মেয়ে খাদেজা আক্তার (২৪) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ জন্য মাঝে মাঝেই তিনি পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করেন। গত ১৭ অক্টোবর রাতের খাবার খাওয়ার সময় মেয়ে খাদেজা আক্তারের কোদালের আঘাতে গুরুতর আহত হন মা। আহত গুলজাহান বেগম সোমবার রাতে সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এ ব্যাপারে তাহিরপুর থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, ‘মানসিক প্রতিবন্ধী মেয়ের কোদালের আঘাতে বৃদ্ধ মা নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’