সাবেক পর্নস্টার মিয়া খলিফা যখন তার বিয়ের তারিখ এগিয়ে আনার ঘোষণা দিয়েছেন ওই সময়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি গর্ভবতী। তবে এই গুঞ্জনকে একেবারেই আমলে নিচ্ছেন না তিনি। স্রেফ জানিয়ে দিয়েছেন, এখন এসব নিয়ে একদমই ভাবছেন না।
চলতি বছরের মার্চে শেফ রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে এনগেজমেন্ট হয় মিয়া খলিফার। তখন থেকেই জানানো হচ্ছিল, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা।
তবে সোমবার এক টুইটে তিনি জানালেন, বিয়ের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সামনের গরমেই বিয়ে করছেন তারা। সুতরাং আর মাত্র ছয়মাস পরই তাদের বিয়ে।
এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায় গর্ভবতী হয়েছেন তিনি। তার জবাবে টুইট করেন সাবেক এ নীল তারকা। তিনি লেখেন, আমি গর্ভবতী না। এখন এসব নিয়ে ভাবছি না। তার ক্যারিয়ার এবং সংসার গোছানোর বিষয়টিই আপাতত মাথায় রয়েছে।
এর আগে হাইস্কুলের এক প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে ২০১৬ সালে ভেঙে যায় ওই বিয়ে।