মাসকলাই চাষে ৯ লাখ ২৯ হাজার টাকা প্রণোদনা

 

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসকলাই চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষি মন্ত্রণালয় জয়পুরহাট জেলায় ২০১৯-২০ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৯ লাখ ২৯ হাজার ৫ শ টাকা বরাদ্দ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, খরিপ-২ মৌসুমে জেলায় ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মাসকলাই চাষে ওই প্রণোদনা পাবেন।

এরমধ্যে প্রতিজন কৃষক এক বিঘা জমিতে মাসকলাই চাষের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি পাবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায় জানান,  দেশে মাসকলাইয়ের চাহিদা মেটানো সম্ভব হবে।

সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাসকলাই চাষে উদ্বুদ্ধ করতে ওই প্রণোদনার উদ্যোগ গ্রহণ করেছে।