একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হিসেবেই পরিচিতি রিয়াজ। ছবির পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বিচারকের ভূমিকায়ও কাজ করছেন এখন।
কিছুদিন আগে থেকে তিনি দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, এ ধরনের কাজ করা একটু কঠিনই। তবে আগে একবার এ কাজটি করেছিলাম বিধায় এবার একটু সহজই হচ্ছে। আমরা পুরস্কারের বিচার কাজটি অনেকদূর এগিয়ে নিয়েছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হবে।
এদিকে দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন এই চিত্রনায়ক। এতে তিনি একজন র্যাব অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া এসএম সালাউদ্দিনের পরিচালনায় ‘কাজল রেখা’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সেটি কিছুদিনের মধ্যেই দীপ্ত টিভিতে প্রচার হবে।