দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা-বালিশ ও আসবাবপত্র কেনায় দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ৩৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৩ নভেম্বর) তাদের তলবি নোটিশ পাঠান দুদক উপপরিচালক মো. নাসির উদ্দিন।
প্রসঙ্গত, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভুক্ত প্রকল্প। প্রকল্পের আওতায় ‘গ্রিন সিটি আবাসিক পল্লি’র ভবন নির্মাণ অংশে গণপূর্ত অধিদফতরের ৭টি ২০ তলা ও ২টি ১৬ তলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। এই ভবনগুলোর বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।