বর আসার আগেই, পালালো কনের বাবা

মেয়েটির বয়স ১৪। সে স্থানীয় একটি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। বিয়ের সব আয়োজন শেষ। কিন্তু প্রশাসনের লোক আসছে এমন একটা খবর পণ্ড করে দিল সব। বর আসার আগেই আয়োজনের গেট ভেঙে পালিয়ে গেলেন কনের বাবা। বিয়ের সব কার্যক্রম হয়ে গেলো বন্ধ।

আড়াইহাজার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, আমাদের কাছে খবর আসে উলুকান্দিতে একটি বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। গিয়ে দেখি কনের বাবা গেট ভেঙে বিয়ে বন্ধ করে পালিয়েছে।

‘আমরা পরে বিয়ে বন্ধ করে দিয়েছি। তার আত্মীয়-স্বজনদের উপজেলায় নিয়ে আসা হয়। ওই কিশোরীকে বাল্য বিয়ে দেওয়া হবে না এ মুচলেকা রেখে তার আত্মীয়-স্বজনদের ছেড়ে দেওয়া হয়।’

শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর সভার উলুকান্দি পশ্চিম পাড়া গ্রামে ঘটে এই ঘটনা।