ফরমালিন দেয়া ফল খেয়ে নষ্ট হচ্ছে কিডনি ও লিভার

 

ফলে ফরমালিন বন্ধে, বন্দরে ল্যাবরেটরি বসাতে ব্যর্থ হওয়ায় এনবিআরের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। তাছাড়া ফলে কী ধরনের ফরমালিন থাকে, তা ৫ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা করে জানানোরও নির্দেশনা দেয়া হয়েছে।

বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ রোববার দুপুরে (২৪ নভেম্বর) এই আদেশ দেন।

হাইকোর্ট বলেন, ফরমালিন দেয়া ফল খেয়ে মানুষের কিডনি ও লিভার নষ্ট হয়ে যাচ্ছে। বাজারে কার্বাইড ছাড়া কোনো কলা নেই বলেও উল্লেখ করেন আদলত।

হাইকোর্ট বলেন, ব্যবসায়ীদের ভাবা উচিত, এসব ফল খেয়ে তাদের পরিবারের লোকও ভুক্তভোগী হতে পারেন।

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন উচ্চ আদালত।