রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পাম্পে জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রেখে ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ১ ডিসেম্বর থেকে। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল ইত্যাদি।
বগুড়া প্রেসক্লাবে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব, পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান রতন এই ঘোষণা দেন।
মিজানুর রহমান রতন বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে সরকার প্রতিশ্রুতসহ ১৫ দফা দাবি মানা না হলে আগামী ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পাম্পে কর্মবিরতি পালন করা হবে। এসময় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল, বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ এআরএম খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি এবিএম সিদ্দিক, উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সভাপতি আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, পেট্রোলপাম্প মালিক আবদুর করিম, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।