‘চলছে শেষ মুহূর্তের রং তুলির কাজ’

 

শহীদুল ইসলাম, তারাগঞ্জ, রংপুর:

সনাতন ধর্মালম্বীদের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। অন্যান্য বছরের মতো এবারও তারাগঞ্জ উপজেলায় পালিত হচ্ছে দূর্গা উৎসব। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় এবার সর্বাধিক সংখ্যক ৬৮ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে প্রতিটি মন্দিরেই প্রতিমা তৈরীর কাজ শেষ চলছে শেষ মুহূর্তের রংতুলির কাজ, প্রতিমা তৈরি এবং রং তুলির কাজে ব্যাস্ত সময় পার করছেন কারিগররা যেন দম ফেলার সময় নেই তাদের।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কুমারেশ রায় বলেন প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই উপজেলায় অত্যান্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে দূর্গা উৎসব পালিত হবে বলে আমি আশা করছি। প্রতিটি মন্দিরের পূজা কমিটি কে নির্দেশ দেওয়া হয়েছে এই করোনাকালীন এই সময়ে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে এবং মাক্স পরিধান করে মন্দিরে আসে।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সম্পাদক প্রবীর কাঞ্চন বলেন এমনিতেই তারাগঞ্জের মানুষ আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, দুর্গাপূজা মানে আমাদের সকলের উৎসব ধর্ম যার যার উৎসব সবার , আমি আশা করি বিগত সময়ের মতো এবারও অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে দূর্গা পূজা পালিত হবে ,আমি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক হোসেন বলেন, এই উপজেলায় দুর্গাপূজা অত্যন্ত শান্তি ও শৃঙ্খলা মধ্য দিয়ে পালনের জন্য সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।