তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজচার্ক- এর সঙ্গে সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
তুরস্ক দূতাবাসে বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হন তারা। এ সময় আগামী ১৯-২০ নভেম্বর আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপাক্ষিক জয়েন্ট ইকনোমিক কাউন্সিলের (জেইসি) বিষয়ে আলোচনা হয়।
এফবিসিসিআই মহা মহাসচিব হোসাইন জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) একটি প্রতিনিধি দল জয়েন্ট ইকনোমিক কাউন্সিলে অংশ গ্রহণ করবেন।