বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও তাদের পরিবারের মালিকানাধীন ও নেতৃত্বাধীন ব্যাংক থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় হিসাব এবং তহবিল সরিয়ে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সম্প্রতি এনএসইউ ট্রাস্টের চেয়ারম্যান বরাবর এ নির্দেশনাসংবলিত একটি চিঠি পাঠিয়েছে ইউজিসি।
চিঠিতে বলা হয়েছে, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের পারিবারিক অংশীদারিত্ব রয়েছে বা ট্রাস্টিরা পরিচালনা পর্ষদে রয়েছেন এমন ব্যাংকে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হিসাব ও সংরক্ষিত তহবিল ১০ কার্যদিবসের মধ্যে অন্য ব্যাংকে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে স্বার্থের সংঘাতের প্রশ্ন উত্থাপিত হবে না এমন কোনো ব্যাংকে হিসাব ও তহবিল স্থানান্তর করতে হবে।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে চিঠিটি ইস্যু করা হয়েছে ৬ অক্টোবর। সে হিসেবে ২০ অক্টোবরের মধ্যে এনএসইউকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
তদন্ত সম্পর্কে তিনি জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে কমিটির পক্ষ থেকে আরো কিছু সময় চাওয়া হয়েছে।