চলন্ত অটো থেকে প্রেমিকের ধাক্কা, তরুণীর মৃত্যু

শহীদুল ইসলাম, তারাগঞ্জ, রংপুর:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টোগরাই হাট এলাকায় প্রেমিকের সোহাগের ধাক্কায় অটোরিকশা থেকে পড়া তুলি খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই তরুণী কুড়িগ্রাম পৌর এলাকার পাঠান পাড়া গ্রামের তৈয়ব আলীর মেয়ে। অভিযুক্ত প্রেমিক একই এলাকার আ. হাকিমের ছেলে সোহাগ (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা , গত ৩০ সেপ্টেম্বর জেলার রাজারহাট উপজেলায় ঘুরতে যান ওই যুবক। রাজারহাট থেকে কুড়িগ্রাম শহরে ফেরার পথে টোগরাই হাট নামক এলাকায় পৌঁছালে ওই তরুণীকে অটোরিকশা থেকে ধাক্কা মেরে পালিয়ে যান প্রেমিক। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান ।

সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ ওই তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে ।