পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রিমিয়াম আয় কমে গেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমে যেতে দেখা যায়।
সূত্রমতে, চলতি বছরে প্রথম তিন মাসে কোম্পানিটি ১৪ কোটি ২২ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৯ কোটি ১৫ লাখ টাকা।
বছরের ৯ মাসে কোম্পানির প্রিমিয়াম আয় কমেছে ৬১ কোটি আট লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭৩৬ কোটি ৩২ লাখ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটি ৩২ কোটি ১০ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭৭০ কোটি ২২ লাখ টাকার।