ফাইজার বায়োএনটেক টিকার দুই ডোজ নেওয়ার ৬ মাস পর এর কার্যকারিতা ৪৭ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত কমে যায়। সোমবার প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। খবর রয়টার্সের।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থা ফাইজারের বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এ তথ্য উঠে আসলো। ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এই তথ্য গত আগস্টে পিয়ার রিভিউ’র আগে প্রকাশিত হয়েছিল। তথ্য বিশ্লেষণে দেখা যায়, অন্তত ছয় মাস এই টিকা করোনা আক্রান্তকে হাসপাতালে নেওয়া ও মৃত্যু ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর। এমনকি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টেও এই কার্যকারিতা থাকে।
বিশ্লেষণে বলা হয়, দুই ডোজ দেওয়ার পর প্রথম মাস ফাইজারের এই টিকা ৮৮ শতাংশ কার্যকর থাকে, কিন্তু ছয় মাস পর এই কার্যকারিতা ৪৭ শতাংশ কমে যায়। এই টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে খুবই কার্যকর এবং প্রথম মাসে এটি ৯০ শতাংশ কার্যকর। তবে চতুর্থ মাসে এর কার্যকারিতা ৫৩ শতাংশ কমে যায়।
এ গবেষণায় ফাইজার এবং কায়সার পারমানেন্টি গবেষকরা ৩০ লাখ ৪০ হাজার মানুষের ই নথি বিশ্লেষণ করেন। নথি বিশ্লেষণে টিকার প্রয়োগের আগে এবং টিকা প্রয়োগের পরের চিত্র তুলে ধরা হয়। অর্থাৎ ২০২০ এবং ২০২১ সালের তথ্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে।