কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীর হোটেল সারিনাতে এই আয়োজন হয়।

ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলনে সভাপতিত্ব করেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সম্মেলনে পরিচালক বুলবুল জয়নব আক্তার, ইশনাদ ইকবাল, আবরার রহমান খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেকসহ বিভিন্ন শাখার প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০২১ সালের ব্যবসায় দক্ষতা মূলায়ন করা হয় এবং সেরা ব্রাঞ্চ ও সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া সম্মেলনে ২০২২ সালের কৌশলসহ ব্যবসায়িক লক্ষ্যমাত্রাও নেয়া হয়েছে।